মেসির ১০ নম্বর জার্সি আর একটিও অবশিষ্ট নেই!
মধুর সমস্যায় পড়েছে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। আর্জেন্টিনা ফাইনালে ওঠায় বিশ্বব্যাপী লিওনেল মেসির জার্সি বিক্রিতে ধুম পড়ে গেছে। বাজারে মিলছে না পর্যাপ্ত জার্সি। সাইজ কোনো বিষয় নয়, মেসির ১০ নম্বরের জার্সি পেলেই কিনে নিচ্ছেন ফুটবল ভক্তরা। বিশ্বের বিভিন্ন শো-রুমে ‘এদিকে তাকিও না, মেসির ১০ নম্বর আর একটি জার্সিও অবশিষ্ট নেই’ লিখে নোটিস টানানো হয়েছে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর থেকেই বুয়েন্স আয়ার্স, মাদ্রিদ, দোহা, টোকিও— বিশ্বের এমন কোনো শহর নেই যেখানে মেসির জার্সির সংকট তৈরি হয়নি। এমন হয়েছে, সেটা পুরুষ না মহিলাদের, ছোট না বড়—কিছুই দেখছেন না ভক্তরা। শুধু ১০ নম্বর মেসির নাম লেখা আর্জেন্টাইন জার্সি হলেই কিনে নিচ্ছেন তাঁরা।
এদিকে জার্সি না পেয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার ওপরে ক্ষোভ প্রকাশ করছে মানুষ। এ বিষয়ে সংস্থাটি জানিয়েছেন, ‘আমরা ভক্তদের ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। জার্সি বিক্রিতে কোনো বাধা নেই। তবে আমরা কিছুই করতে পারছি না। এটি অ্যাডিডাসের বিষয়। তাদের আমদানি বাধা এবং জনবলের অভাব রয়েছে। তাছাড়া হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। এটা কাটাতে সময় দরকার।’
অ্যাডিডাস জানিয়েছে, ‘ফাইনাল খেলার আর বেশি বাকি নেই। এই কম সময়ে যতটুকু পারা যায়, আমরা তা উৎপাদন করে সরবরাহ করব। এজন্য ভক্তদের একটু অপেক্ষা করতে হবে।’
আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেখানে আর্জেন্টিনা মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।