রাসেলের দারুণ কীর্তি

Looks like you've blocked notifications!
ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ছবি : সংগৃহীত

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। গতকাল শুক্রবার রাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেন 

জ্যামাইকা তালাওয়াসের রাসেল। সিপিএলে এটি সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির নতুন রেকর্ড। 

রাসেলের আগে সিপিএলে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির। ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ডুমিনি।

রাসেলের রেকর্ডের ম্যাচে জ্যামাইকা তালাওয়াস ১২০ রানের বড় ব্যবধানে হারায় লুসিয়া কিংসকে। সিপিএলের ইতিহাসে এটি বড় ব্যবধানে জয়। রাসেল ১৪ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। তাই ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে জ্যামাইকা। সিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। জবাবে  ব্যাট হাতে ১৩৫ রানে গুটিয়ে ম্যাচ হারে লুসিয়া কিংস।

 জ্যামাইকার ইনিংসের শেষ দুই ওভারে ৪৯ রান নেন রাসেল। পাকিস্তানের উমর আকমলের রেকর্ড স্পর্শ করেন তিনি। ২০১৬ সালে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে রাওয়ালপিন্ডির বিপক্ষে শেষ দুই ওভারে ৪৯ রান নিয়েছিলেন লাহোর হোয়াইটসের হয়ে খেলতে নামা আকমল। সেই ম্যাচে ৪৮ বলে অপরাজিত ১১৫ রান করেন আকমল।