রেকর্ড নিয়ে নয়, পারফর্ম নিয়ে ভাবেন ধোনি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/13/mahi.jpg)
মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষকে ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক খেলোয়াড়ি জীবনে গড়েছেন অনেক কৃতিত্ব। ক্যারিয়ারের সায়াহ্নে আছেন। শেষের আগেও গড়লেন আরও একটি রেকর্ড। আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে খেলেছেন ২০০ তম ম্যাচ। অথচ এমন রেকর্ডের কথা না কি জানতেনই না ধোনি!
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি অনেকটা বটবৃক্ষের নাম। তিনি যতটা ভারতের, ততটাই চেন্নাইয়ের। আইপিএলে গতকাল বুধবার (১২ এপ্রিল) মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। টস করতে নেমে ইতিহাসের অংশ হয়ে যান ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে এটি ছিল তার ২০০ তম ম্যাচ। আইপিএলে অধিনায়ক হিসেবে যে কৃতিত্ব নেই আর কারও।
ধোনির পর দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন ১৪৬ ম্যাচ। ধোনির চেয়ে পিছিয়ে আছেন ৫৪ ম্যাচ। মাইলফলকের ম্যাচে দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেও পারেননি ধোনি। শেষ বলে রাজস্থানের বোলার সন্দ্বীপ শর্মার ইয়র্কারে পারলেন না প্রয়োজনীয় ৫ রান নিতে। এর আগে অবশ্য দেখা গিয়েছে পুরোনো ধোনিকেই। ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচ শেষে কথা বলতে এসে ধোনি বলেন, ‘আমি আসলেই জানতাম না চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে এটি আমার ২০০ তম ম্যাচ। এসব মাইলফলক নিয়ে খুব একটা ভাবি না। কেমন পারফর্ম করছি, দলের ফলাফল কী, এসব নিয়েই ভাবি।’
ধোনি না ভাবলেও নিজেদের কিংবদন্তিকে নিয়ে ভাবে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই। রাজস্থানের বিপক্ষে ম্যাচের আগে ধোনির হাতে তাই বিশেষ স্মারক তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন।