দলবদল

রোনালদোকে নিয়ে সব গল্প শেষ?

Looks like you've blocked notifications!
ম্যান ইউ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের বিষয়টি নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে। পর্তুগিজ তারকাকে চেলসি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও স্পোর্টিং সিপির দলের নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তারা নেয়নি।

কারণ ছিল রোনালদো ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে চায়। রেড ডেভিলরা গত মৌসুমে ষষ্ঠ স্থান অর্জন করায় এবার তাদের ইউরোপা লিগে খেলতে হবে।

ক্লাবগুলো প্রত্যাখ্যান করায় ইংল্যান্ডেই থাকতে হচ্ছে রোনালদোকে। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে ইউনাইটেডের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দলটির কোচ এরিক টেন হ্যাগ বিষয়টি নিয়ে স্পষ্ট কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি তিনি এখানে এসেছেন। আমাদের একজন শীর্ষ স্ট্রাইকার আছেন। আমরা তাঁকে নিয়ে পরিকল্পনা করছি।’

এই বিষয়গুলো ইঙ্গিত দেয় রোনালদোর ভবিষ্যত ইউনাইটেডের সাথেই থাকছেন। কারণ ট্রান্সফার উইন্ডোর শেষ হয়ে আসছে।