রোনালদোর আচরণে ক্ষুব্ধ কোচ

Looks like you've blocked notifications!
তারকা ফুটবলার  ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়া ‘অগ্রহণযোগ্য’। আগামী শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যান ইউ। তারা রায়োর সঙ্গে ১-১ গোলে ড্র করে। ম্যাচে রোনালদো ৪৫ মিনিট খেলেছিলেন।

এএফপির খবরে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে রোনালদো থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফর মিস করেছেন। টেন হ্যাগ ম্যাচের পর বিরক্তি প্রকাশ করেন।

ম্যান ইউ কোচ বলেন, ‘আরও অনেকেই (রোনালদোর পাশাপাশি) বাড়িতে চলে গেছেন। এটি অগ্রহণযোগ্য। আমরা একটি দল। শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকা উচিত।’

টেন হ্যাগ আগামী রোববার ইউনাইটেড ম্যানেজার হিসাবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামবেন। দলটি প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রাইটনের মুখোমুখি হবে।