লাল দুর্গে নাদালের শিরোপার উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!
ফ্রেঞ্চ ওপেনে আরেকটি শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ছবি : সংগ্রহীত

জন্মদিনে সেমিফাইনালে জিতে রাফায়েল নাদাল ওঠেন ফাইনালে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন স্প্যানিশ তারকা। রোলাঁ গারোয়া ৬-৩, ৬-৩, ৬-০ সেটে জিতে শিরোপার উল্লাস করেন তিনি।

আজ রোববার ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন নাদাল। অবশ্য ১৭ বছর আগে এখানেই প্রথম ফাইনাল খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ৩০টি গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেছেন তিনি। আটবার ব্যর্থ হলেও বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য পেয়েছেন তিনি।

লাল দুর্গের রাজা খ্যাত নাদাল এনিয়ে ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন।

চোট নিয়ে খেলেও পুরো ম্যাচেই আধিপত্য দেখান নাদাল। দ্বিতীয় সেটে রুড প্রথমে কিছু লড়াইয়ের আভাস দিলেও পরে আর পারেননি।

আর তৃতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দেননি নাদাল। তাই শিরোপা জিততে মোটেও বেগ পেতে হয়নি তাঁকে।   

গ্র্যান্ড স্ল্যাম জয়ে শীর্ষে আছেন নাদাল। আর ২০টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন জোকোভিচ ও ফেদেরার।

এদিকে গতকাল শনিবার নারী এককের ফাইনালে সরাসরি সেটে জিতে শিরোপা পান পোল্যান্ডের তারকা সিওনতেক। বিশ্বের এক নম্বর তারকা ৬-১, ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের কোকো গফকে।

২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন সিওনতেক। সেবার তিনি সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম সাফল্য পেয়েছিলেন। এবার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন একই জায়গায়। কিন্তু প্রতিপক্ষ আরেকজন। যিনি ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের এই তারকা পুরো টুর্নামেন্টে যে চমক দেখিয়েছেন, ফাইনালে তা মোটেও পারেননি।  বলা যায় সহজেই হেরেছেন।