লিটনের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের রানের পাহাড়

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ। ছবি : বিসিবি

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। সিলেটে বৃষ্টির বাধায় আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি সাকিব আল হাসানের দল। ওয়ানডের পর বদলেছে ফরম্যাট, বদলেঠে ভেন্যুও। বদলায়নি শুধু বৃষ্টি। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির হানা। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লিটন-রনিদের দারুণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে ২০৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ের পর সাকিব-তাওহিদের দৃঢ়তায় ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০২ রান তোলে স্বাগতিক বাংলাদেশ।

ব্যাট হাতে যেন রুদ্রমূর্তি ধারণ করেন রনি-লিটন। বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে পাওয়ার প্লের প্রথম ৫ ওভারেই স্কোরবোর্ডে ৭৩ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় বাংলাদেশ।

মাত্র ১৮ বলে পঞ্চাশ তুলে নেন ওপেনার লিটন দাস। ছাপিয়ে যান আশরাফুলের ১৬ বছর আগের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। বাংলাদেশ ওপেনিংয়ে এতটাই ভালো খেলেছে যে প্রথম ৯ ওভারে স্কোরবোর্ডে ১২৩ রান তুলে ফেলে। কোনোভাবেই লিটন-রনির প্রতিরোধ ভাঙতে পারছিলেন না আইরিশ বোলাররা।

তবে শেষমেষ দলীয় ১২৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন রনি। বেঞ্জামিন হোয়াইটের বলে লং অনে মারতে গিয়ে মার্ক অ্যাডায়ারের হাতে ধরা পড়েন ডানহাতি এ ব্যাটার। আউট হওয়ার আগে ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন রনি। তাঁর বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন লিটন। যদিও তা খুব বেশি বড় হয়নি। দলীয় ১৩৮ রানে বেঞ্জামিন হোয়াইটের বলে উইকেটের পেছনে ট্রাকারে হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে ৪১ বলে ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস খেলে যান ডান হাতি এ ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। 

লিটনের বিদায়ের পর তাওহিদকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক সাকিব। শেষদিকে সাকিব-তাওহিদ জুটিতে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। 

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বেঞ্জামিন হোয়াইট। অ্যাডায়ার নেন এক উইকেট। 

এর আগে সাগরিকায় টসের পরেই বৃষ্টির হানায় খেলা শুরু হতে দেরি হয়। প্রায় ১০০ মিনিট পর খেলা শুরু হলেও বৃষ্টি আইনে কমে আসে ওভার। ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮*, তাওহিদ ২৪, শান্ত ২* ; ডেলানি ২-০-২৪-০, অ্যাডায়ার ৪-০-৫২-১, হিউম ৩-০-৪৯-০, হ্যান্ড ১-০-১৯-০, হোয়াইট ৪-০-২৮-২, ট্যাক্টর ২-০-১৭-০, ক্যাম্ফার ১-০-১০-০)