শান্তকে ‘লর্ড’ ডাকা নিয়ে যা বললেন পাপন

Looks like you've blocked notifications!
নাজমুল হোসেন শান্ত ও নাজমুল হাসান পাপন। ছবি: বিসিবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের ডাক পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন জাতীয় দলে খেলেও দুই-একটি ইনিংস ছাড়া প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ ছিলেন শান্ত। 

প্রতিভাবান ক্রিকেটার হিসেবে তাকে সব সময় দলের সাথে রেখেছেন নির্বাচকরা। কিন্তু বারবার সুযোগ পাওয়ার পরেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা এবং ট্রল।  সোশ্যাল মিডিয়ায় তো একসময় তাকে ‘লর্ড শান্ত, ‘স্যার শান্ত’ বলে সম্বোধন করা হয়।

দিন বদলেছে, একসময় সমালোচনায় জর্জরিত সেই শান্তই এখন টপঅর্ডারে ভরসার অন্য নাম। প্রায় প্রতি ম্যাচেই হাসছে শান্তর ব্যাট। আর সোশ্যাল মিডিয়ায় শান্তকে নিয়ে এমন সমালোচনায় এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল রোববার (১২ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিছু বলার পেছনে কিছু কারণ থাকে। প্রথম কথা হচ্ছে আমার কোনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম একাউন্ট নেই। তাই আসলে আমি দেখি না। তবে আমি মানুষের কাছে শুনি মাঝে মধ্যে। আমি নতুন প্লেয়ারদের সবসময় একটা কথা বলি, এসব কিছু দেখবাও না আর শুনবাও না। তোমরা শুধু তোমাদের খেলায় মনোযোগ দাও’

এসময় লিটন-সৌম্যের উদাহরণ টেনে পাপন বলেন, ‘কথা হচ্ছে একটা পরিকল্পনা নিয়ে এখন আগানো হচ্ছে। পরিকল্পনা নিয়ে আগানোর পর যখন একটি ছেলের ওপর বিনিয়োগ করা হয়, আপনি যদি দেখেন আমরা কিন্তু লিটন দাস ও সৌম্য সরকারকে অনেক সুযোগ দিয়েছি এবং একটা পর্যায়ে এসে সৌম্য এখন দল থেকে বাইরে আছে। ও (সৌম্য) যদি পারফর্ম করে তাহলে আবার চলে আসবে। কিন্তু এখন আর আমাদের মেইন স্কোয়াডে নেই। লিটন দাস খুবই ভালো খেলছিল, যদিও এই সিরিজে ওর পারফরম্যান্স আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

এসময় শান্তর প্রসঙ্গে পাপন আরও বলেন, ‘প্রথম ম্যাচে জেতার পর আমার সঙ্গে শান্তর যখন দেখা হয়, আমি শুধু ওকে একটা কথা বলেছিলাম-তুমি আউট হলা কেন? এই শেষ মুহূর্তে এসে তোমার শেষ করা উচিত ছিল। ভালো খেলেছ, ভালো কথা। কিন্তু তোমার শেষ করে আসা উচিত ছিল।’ 

হয়তো বিসিবি সভাপতির কথায় উজ্জীবিত হয়েই শান্ত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছেন। এই বিষয়ে পাপন বলেন, ‘আজ (রোববার) শান্ত শেষ করে গেছে। ও আউট হলে বিপদ আরও বাড়তে পারতো। সেদিক থেকে আমি অনেক খুশি।’