অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি : বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই বাংলাদেশের মেয়েদের দাপট। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও ব্যাতিক্রম হয়নি। শামসুন্নাহারের হ্যাটট্রিকের সঙ্গে দাপুটে ফুটবল উপহার দিয়ে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল-সবুজের দল। 

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সেরা দল হয়ে ফাইনালে পা রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল। 

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আজ দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে  উঠেছে নেপাল। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। যেখানে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। 

এদিন ম্যাচের প্রথম গোল আসে ২২তম মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ক্রস বাড়ান শামসুন্নহার। সতীর্থের বাড়ানো বল ধরে নিচু শটে বাংলাদেশকে এগিয়ে নেন আকলিমা। পরের মিনিটেই আরেকটি গোল পেতে পারত বাংলাদেশ। শামসুন্নহারকে প্রতিপক্ষ ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি শামসুন্নহার। 

তবে এই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি শামসুন্নহার। ২৯তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৫৩ তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। এরপর ৬০ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আকলিমা। শাহেদার ডিফেন্সিভ পাস ধরে আকলিমা প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ে। সুযোগ হাতছাড়া না করে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। চলতি আসরে এটি এই ফরোয়ার্ডের তৃতীয় গোল। 

পরের মিনিটেই হ্যাটট্রিকের আনন্দে ভাসেন শামসুন্নাহার। ভুটান গোলরক্ষকের পাশ কাটিয়ে ফাঁকা পোস্টের সুযোগ নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নহার। আর তাতে বাংলাদেশ ম্যাচ নিয়ে নেয় হাতের মুঠোয়।