শাহিনের চোট নিয়ে আক্ষেপ বাবরের

Looks like you've blocked notifications!
শাহিনের চোট নিয়ে উদ্বিগ্ন সতীর্থরা। ছবি : সংগৃহীত

লক্ষ্য মাত্র ১৩৮ রান। প্রতাপশালী ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে কোনো ব্যাপারই না। যারা কি না এক ম্যাচ আগেই ১০ উইকেটে ভারতকে হারিয়েছে। তবে আজ পাকিস্তানের বিপক্ষে সেই রকম শুরু করতে দেননি পেসার শাহিন শাহ আফ্রিদি।

দলীয় সাত রানে অ্যালেক্স হেলসকে আউট করে শুভ সূচনার ইঙ্গিত দেন শাহিন। পাওয়ার প্লেতে বল করে দুই ওভারে দেন মাত্র ১৩ রান। তাঁর এমন সূচনায় ১৩৮ রানের টার্গেটই ইংল্যান্ডের সামনে বড় হতে থাকে। ম্যাচ ঘুরতে থাকে পাকিস্তানের দিকে। শাহিন আফ্রিদির পরবর্তী দুই ওভারের কথা মাথায় রেখে ইংলিশ ব্যাটারদের চাপ আরও বাড়তে থাকে। এমন সময়ই ঘটে বিপত্তি।

১২ দশমিক ৩ ওভারে শাদাবের বলে হ্যারি ব্রুকের ক্যাচ নিয়ে মাঠে শুয়ে পড়েন শাহিন। প্রথমে মনে হচ্ছিল উইকেট তুলে কিছুটা চাপমুক্ত হয়ে আনন্দে শুয়ে পড়েছেন তিনি। কিন্তু না, উঠতেই দেখা গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছেন তিনি। তারমানে চোট পেয়েছেন। তাতে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১৬তম ওভারে বল করতে এসে স্বস্তিতে ছিলেন না তিনি। প্রথম বলটি করলেও বাকিগুলো করতে পারেননি তিনি। চোট নিয়েই ছাড়তে হয় মাঠ।

ওভারের বাকি পাঁচ বল করতে আসেন ইফতিখার আহমেদ। কিন্তু শাহিন আফ্রিদির ভূমিকা রাখতে পারেননি কেউ। তাই ম্যাচ শেষে হতাশা এবং আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমরা ২০ রান কম করেছি। তবুও যেভাবে সবাই লড়াই করেছে, তা অবিশ্বাস্য। দুর্ভাগ্যজনকভাবে শাহিনের চোট আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেয়নি। শাহিন বাকি দুই ওভার করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সেটি হয়নি। যাইহোক সবকিছু খেলারই অংশ। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য তাদের অভিনন্দন জানাই।’