শিরোপার সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমদিন থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। আসরে সাফল্য পেতে দারুণ আশাবাদী অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন।  

সম্প্রতি বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই আসরের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সালমা।  

সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমা বলেন, ‘একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়রাও ফর্মে আছেন। আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে ভালোও কিছু আশা করছি।’

‘সাফল্য পেতে হলে প্রতিটা বিভাগেই ভালো করতে হবে। আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।’

ঘরের মাঠ বলে সাফল্যে বেশি আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘সিলেটে বলতে গেলে আমরা সবসময় থাকি। এখানে কিছুদিন আগেও খেলে গেছি। এখানেই আমাদের বেশিরভাগ খেলা ও প্র্যাকটিস হয়, ক্যাম্পও হয়। এখানকার উইকেট সম্পর্কে আমরা জানি। আবহাওয়া সম্পর্কেও জানি। মাঠে তা কাজে লাগাতে চেষ্টা করব।’

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং সম্পর্কে সালমা বলেন, ‘র‌্যাঙ্কিংয়ে আমরা ওপরের দিকে উঠে আসতে চাই। এজন্য সেরাটা খেলতে হবে। পরবর্তীতে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে চাই না। সরাসরি খেলতে চাই।’

দর্শকদের প্রত্যাশার নিয়ে তিনি বলেন, ‘দর্শকরা সবাই চায় বাংলাদেশ ভালো করুক। আমরাও চাই ভালো খেলতে। দর্শকদের প্রত্যাশা পুরণ করতে চাই। মাঠে সেই চেষ্টা নিজেদের সেরাটা খেলতে।’