শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করবে আবাহনী

Looks like you've blocked notifications!
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। ফাইল ছবি

আগামীকাল শুক্রবার আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গন গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আবাহনী।

আবাহনী ক্লাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেখ কামালের প্রতিকৃতিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পণ করবেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, দিনব্যাপী কোরান তেলাওয়াত, শেখ কামালের জীবনী নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা ও স্মৃতিচারণ এবং বাদ আছর ক্লাব ভবনে দোয়া মাহফিল হবে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন বিওএ কর্মকর্তা ও ক্রীড়াবিদরা। সকাল সাড়ে ৮টায় পুস্পস্তবক অর্পন করা হবে।

বিকেল ৫টায় অলিম্পিক ভবনের নীচতলার মিডিয়া সেন্টারে আয়োজিত হবে স্মরণ সভা ও দোয়া মাহফিল।