শেন ওয়ার্নের উত্থান-পতন

Looks like you've blocked notifications!
কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ১৯৬৯ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটারের জীবন থমকে যায় দুদিন আগে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ৫২ বছর বয়সে মারা যান তিনি। অন্যান্য ক্রিকেটারদের মতো ওয়ার্নের ক্যারিয়ারেও ছিল উত্থান–পতন। খবর ইএসপিএনক্রিকইনফো।

ওয়ার্নের জীবনের উত্থান-পতন এক নজরে দেখে নেওয়া যাক :

* ১৩ সেপ্টেম্বর, ১৯৬৯ : অস্ট্রেলিয়ার ফার্নট্রি গালিতে জন্মগ্রহণ করেন শেন ওয়ার্ন।

* জানুয়ারি ১৯৯২ : ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নের।

* জুন ৪, ১৯৯৩ : ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত এক ডেলিভারিতে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন ওয়ার্ন। যা ক্রিকেট ইতিহাসে ‘বল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে বিবেচিত হয়। এটি ছিল অ্যাশেজ সিরিজে ওয়ার্নের প্রথম ডেলিভারি।

* ডিসেম্বর ২৯, ১৯৯৪ : এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেন ওয়ার্ন।

* ডিসেম্বর ১৯৯৮ : ১৯৯৪ সালের শ্রীলঙ্কা সফরে একজন ভারতীয় জুয়াড়িকে তথ্য দেওয়ার জন্য সতীর্থ মার্ক ওয়াহসহ তাঁকে জরিমানা করা হয়।

* ২০ জুন, ১৯৯৯ : বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে অস্ট্রেলিয়া। ফাইনালের সেরা খেলোয়াড় হন ওয়ার্ন।

* এপ্রিল ২০০০ : ডোনাল্ড ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, জ্যাক হবস ও ভিভ রিচার্ডসের সঙ্গে উইজডেন ম্যাগাজিনের শতাব্দীর সেরা পাঁচজন ক্রিকেটারের একজন নির্বাচিত হন ওয়ার্ন।

* অগাস্ট ২০০০ : অশ্লীল বার্তার মাধ্যমে একজন ইংলিশ নার্সকে বিরক্ত করার অভিযোগে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। তখন চরম সমালোচিত হয়েছিলেন শেন ওয়ার্ন।

* ফেব্রুয়ারি ২০০৩ : নিষিদ্ধ ড্রাগে পজিটিভ হওয়ায়, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে দেশে পাঠানো হয় এবং এক বছরের জন্য নিষিদ্ধ হন ওয়ার্ন।

* জুন ২০০৫ : বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে তিন সন্তানের মা স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে ডিভোর্স হয়।

* জুলাই-সেপ্টেম্বর ২০০৫ : হেরে যাওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ উইকেট নেন ওয়ার্ন। সেই বছর টেস্টে ৯৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

* ডিসেম্বর ২৬, ২০০৬ : ঘরের মাঠে দর্শকদের সামনে ৭০০ টেস্ট উইকেট স্পর্শ করা প্রথম বোলার হন ওয়ার্ন

* ৫ জানুয়ারি, ২০০৭ : ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্ন।

* সেপ্টেম্বর ২০০৭ : ভুলবশত অন্য নারীকে একটি মেসেজ পাঠানোর পর আবার সমালোচিত হন ওয়ার্ন।

* জুন ১, ২০০৮ : প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী রাজস্থান রয়ল্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন।

* ডিসেম্বর ১০, ২০১১ : ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে তাঁর সর্ম্পক প্রকাশ্যে আসে। এরপর ২০১৩ সালে এই জুটির বিচ্ছেদ হয়।

* ১৮ মে, ২০১১ : একজন ভারতীয় ক্রিকেট কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়িয়ে ৫০ হাজার ডলার জরিমানা দিতে হয় ওয়ার্নকে।

* ২০ মে, ২০১১ : মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে শেষ আইপিএল খেলেন ওয়ার্ন।

* ১৯ জুলাই, ২০১৩ : লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে অন্তভুক্ত হয় ওয়ার্নের নাম।

* ২২ জুলাই, ২০১৩ : অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ার্ন।