শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা

Looks like you've blocked notifications!
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু। এরপর দুশ্চিন্তা তৈরি হয় দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। পোল্যান্ডকে হারিয়ে অবশেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা বিশ্বকাপে টিকে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আধিপত্য বিস্তার করে উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে। প্রথমার্ধে লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও বিরতি থেকে ফিরে পোলিশদের জালে দুই গোল দেয় আকাশী-নীলরা। পায় ২-০ ব্যবধানের বড় জয়।

যাদের নক আউটই অনিশ্চিত ছিল, অনেক সমীকরণের মারপ্যাঁচ ছিল ম্যাচের আগে, সেখানে 'সি'-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪ এ দেখিয়েছে নান্দনিক ফুটবলের প্রদর্শনী।

রাউন্ড অব সিক্সটিনের মঞ্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, সেটিও নিশ্চিত হয়েছে। সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপের সেরা দল খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ‘ডি’ গ্রুপের সেরা দল হিসেবে নক আউটে জায়গা করেছে ফ্রান্স।

অপরদিকে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডে ওঠে অস্ট্রেলিয়া। আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ তাই অস্ট্রেলিয়া। 

গ্রুপের শীর্ষ দল হওয়াতে ফ্রান্সকে এড়িয়ে যেতে পেরেছে লিওনেল স্কলোনির শিষ্যরা। গত আসরে ফ্রান্সের কাছে হেরেই থেমেছিল মেসিদের বিশ্বকাপ মিশন। 

অন্যদিকে হেরেও টিকে গেছে পোল্যান্ড। দিনের অন্য ম্যাচে মেক্সিকো জিতলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল পোলিশরা। তাই দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছে তাঁরা। সেক্ষেত্রে শেষ ষোলোতে তাঁরা খেলবে ফ্রান্সের বিপক্ষে।