শ্রীলঙ্কান ক্রিকেটারের হোটেল রুমে ‘অতিথি’

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কান ক্রিকেটার কামিল মিশারা। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টের মাঝপথে কামিল মিশারাকে দেশে ফেরত পাঠায় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। নিয়ম ভাঙার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হোটেল রুমে ‘অতিথি’ নিয়ে গেছেন কামিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। সেটা নিয়ে তার সঙ্গে কথা বলব।’

এ ছাড়া দেশে ফেরার পর কামিলের ব্যাপারে তদন্ত করবে বলেও জানিয়েছে লঙ্কান বোর্ড। তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি (ক্লজ ১) ভাঙার কারণে কামিল মিশ্রকে দেশে ফেরত নেওয়া হয়েছে।’

আজ দুপুরে লঙ্কান ক্রিকেটার কামিল ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে এবারই প্রথম শ্রীলঙ্কা দলে সুযোগ ডাক পান কামিল। তবে ১৮ জনের দলে জায়গা হলেও দুই টেস্টের একটিতেও একাদশে সুযোগ মেলেনি তাঁর।

এদিকে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৩৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। এর বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ সফরকারীদের এক উইকেট নেন।