শ্রীলঙ্কার নাটকীয় হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

Looks like you've blocked notifications!
টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। ছবি : ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

কথায় বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। ক্রাইস্টচার্চে নাটকীয়তায় মোড়ানো টেস্টে শেষ বলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তাতে কপাল পোড়ে শ্রীলঙ্কার। তবে পৌষ ঠিক নিউজিল্যান্ডেরও নয়। ক্রাইস্টচার্চ থেকে ১২ হাজার ৫৪৬ কিলোমিটার দূরের আহমেদাবাদে ভরা বসন্তে পৌষের সুবাস পেয়েছে ভারত। শ্রীলঙ্কার হারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনালে উঠেছে ভারত। আগামী জুনের ৭-১১ তারিখ ওভালে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। সেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  

ভারতের এটি টানা দ্বিতীয় ফাইনাল। ২০২১ সালে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই আসরে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। এবার সেই নিউজিল্যান্ডই ভারতকে ফাইনালে উঠতে সাহায্য করলো। ফাইনালের দৌঁড়ে ভারতের পরে থাকা শ্রীলঙ্কার মোট পয়েন্ট ৫২.৭৮। ভারতের বর্তমান পয়েন্ট ৫৬.৯৪। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চলমান আহমেদাবাদ টেস্ট এগোচ্ছে ড্রয়ের দিকে। ড্র হলে ভারতের পয়েন্ট হবে ৫৮.৮০। ওদিকে আগেই ফাইনাল নিশ্চিত হওয়া অজিরা আহমেদাবাদে হেরে গেলেও ৬৪.৯১ পয়েন্ট নিয়ে থাকবে সবার ওপরে। ১২ ম্যাচ খেলে মাত্র একটি জয় ও একটি ড্রয়ের বিপরীতে ১০ হার নিয়ে তালিকায় সবার শেষে বাংলাদেশ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যাত্রায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচ খেলে ১১ জয়ের বিপরীতে হেরেছে তিনটিতে, ড্র ৪টি। এ সময়ে তারা সিরিজ জিতেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গে। অপর ফাইনালিস্ট ভারত খেলেছে ১৭ ম্যাচ। ১০ জয়ের সঙ্গে ৫ হার, ড্র দুটি। সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে।

৭ জুন লন্ডনের ওভালে শুরু হবে ফাইনাল। ভারত আগেরবারের রানার্সআপ, অস্ট্রেলিয়ার প্রথম ফাইনাল। তাই বলা যায়, টেস্টের নতুন রাজার দেখা পেতে যাচ্ছে ক্রিকেট দুনিয়া।