শ্রীলঙ্কা সফরে বিশ্রামে স্টোকস-আর্চার

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কা সফরে নেই অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জফরা আর্চার। ছবি : সংগৃহীত

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরের টেস্ট দলে ফিরেছেন জনি বেয়ারস্টো। তবে বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জফরা আর্চারকে।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, ২০১৯ সালের অ্যাশেজ সিরেজের পর গত এক বছরে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন ৩১ বছর বয়সী বেয়ারস্টো। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।

শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজের দলে ফিরবেন পেসার আর্চার ও অলরাউন্ডার স্টোকস।

আগামী জানুয়ারিতে রবি বার্নসের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে পারেন। তাই আসন্ন সিরিজ মিস করছেন তিনি।

কাঁধের ইনজুরি থেকে সেরে উঠছেন ওলি পোপ। তাই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়া থাকবেন তিনি। আগামী ২ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হচ্ছে দল। দলে রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাত জনকে।

গল স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে প্রথম টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ২২ ফেব্রুয়ারি থেকে।

ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ : জেমস ব্রেনি, ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, ওলি রবিনসন ও অমর ভিরদি।