বিসিসিআইয়ের নির্বাচন

সভাপতি পদে নাকি লড়বেন না সৌরভ!

Looks like you've blocked notifications!
সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

বিসিসিআইয়ের নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা হয়েছে। আগামী ১৮ অক্টোবর মুম্বাইতে অনুষ্ঠিত হবে নির্বাচন। একই দিন বার্ষিক সাধারণ সভাও (এজিএম) হবে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।  

সৌরভ দ্বিতীয়বার বিসিসিআইয়ের সভাপতি পদে লড়বেন কি না, তা এখনো নিশ্চিত নয়।  ভারতীয় দৈনিক জাগরণের খবরে জানা গেছে, বিসিসিআইয়ের শীর্ষ বৈঠকে নাকি  সিদ্ধান্ত হয়েছে সৌরভ নির্বাচনে লড়বেন না। সাবেক ক্রিকেটার রজার বিনির নাম আলোচনায় এসেছে।

গতকাল বৃহস্পতিবার নাকি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিসিসিআইয়ের সচিব জয় শাহ, সহসভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধূমল ও বোর্ডের সাবেক সভাপতি এন শ্রীনিবাসন ছিলেন সেই সভায়।

সচিব জয় নাকি এবার সভাপতি লড়বেন না। তিনি আবার সচিব পদে লড়বেন।

এদিকে সিসিআইয়ের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ১১ ও ১২ অক্টোবর।

এক নজরে দেখে নিন :

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৫ অক্টোবর

খসড়া ভোটার তালিকায় বিষয়ে আপত্তি জমা: ৬ ও ৭ অক্টোবর

আপত্তি ও সিদ্ধান্তের পরীক্ষা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ১০ অক্টোবর

মনোনয়নের আবেদন ফাইল করার উইন্ডো : ১১ ও ১২ অক্টোবর

মনোনয়নের আবেদনপত্র যাচাই-বাছাই : ১৩ অক্টোবর

বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা : ১৩ অক্টোবর

মনোনয়ন প্রত্যাহার : ১৪ অক্টোবর

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা ঘোষণা : ১৫ অক্টোবর

বিসিসিআই নির্বাচন : ১৮ অক্টোবর

ফল ঘোষণা : ১৮ অক্টোবর