সাকিব-লিটনের আইপিএল ইস্যুতে নতুন মোড়

Looks like you've blocked notifications!
সাকিব-লিটনের সঙ্গে নাজমুল হাসান পাপন । ছবি : বিসিবি

সাকিব-লিটনদের আইপিএল ইস্যুতে যেন আলোচনা থামছেই না। আইপিএল খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে বিসিবির টালবাহানা অব্যাহত। আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে সাকিবদের আইপিএল খেলা নিয়ে সিদ্ধান্তে অটলই আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে দেশ ছাড়বেন সাকিব। গত কয়েকদিন ধরে এমন খবর শোনা গেলেও, বিসিবি সভাপতি তার বক্তব্যে সব ভুল প্রমাণ করলেন।

আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে সাকিবের আইপিএল ইস্যুতে পাপন বলেন, ‘গণমাধ্যমে তো কতো কথাই শুনি। এমনও শুনেছি যে সাকিবকে নিয়ে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। মানে আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা। আমরা তো কিছু জানায়নি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। তবে আমরা দেইনি।’

সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে কি না এই বিষয়ে পাপন জানান, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। মানে ওরা তো চোট আক্রান্ত নয়। কাজেই খেলবে না কেন। মানে একটা কারণ তো থাকতে হয়, না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।’

আইপিএলে সুযোগ পাওয়া তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিয় প্রত্যাশার কথা জানতে চাইলে পাপন বলেন, ‘খেলাবে কি না তাই তো জানি না। আপনি যদি আমাকে নিশ্চিত করতে পারেন যে খেলাবে, তাহলে হয়তো আমি একটা প্রত্যাশার কথা বলতে পারি। আর যদি না খেলায় তাহলে কি প্রত্যাশার কথা বলব। আগে দেখি খেলায় কি না।’