এশিয়ান গেমস হকির বাছাই পর্ব

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও সিঙ্গাপুরের লড়াই। ছবি : সংগৃহীত  

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে লাল-সবুজের দল।  

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১–০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। বাংলাদেশের জয়ের নায়ক মিডফিল্ডার রকিবুল হাসান। দলের হয়ে একমাত্র গোলটি করেন তিনি। এনিয়ে টানা নয়টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে বাংলাদেশ দল।

তবে এদিন খুব ভালোভাবে জিততে পারেনি লাল সবুজের দল। গত মার্চে জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন কাপে এই সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। সে দলটির বিপক্ষে এদিন জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে।   

এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয় বাংলাদেশ। গত মঙ্গলবার তারা ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। সে ম্যাচ জিতে এশিয়ান গেমসে মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল তারা। বাংলাদেশ প্রথম ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল। প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া।