সিরিজে টিকে থাকার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

দেখতে দেখতে শেষ হওয়ার পথে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচটি শুরু যথারীতি সকাল সাড়ে ৯টা থেকে। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট।

ঢাকা টেস্টে জিতে এবার ট্রফি নেওয়া দেশে ফেরাই অতিথিদের মূল লক্ষ্য। কারণ সফরের শুরুতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ টেস্ট সিরিজ দিয়েই নিতেই মুখিয়ে আছে তাঁরা। তা ছাড়া প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসে বেশ ফুরফুরে মেজাজে আছে অতিথিরা।

ভিন্ন পরিস্থিতি বাংলাদেশ শিবিরে। এই টেস্টে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে চট্টগ্রাম টেস্টের মাঝপথে ছিটকে গেছেন তিনি। সাকিবের পর দুঃসংবাদ এসেছে ওপেনার সাদমান ইসলামকে নিয়েও। চট্টগ্রামে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে কুঁচকিতে টান লাগে তাঁর। সাদমানের সমস্যাটা নিতম্বতেও। ওই চোটই মূলত তাঁকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে।

বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসীর আলী, সাইফ হাসান,  মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদাত হোসেন ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।