সুইজারল্যান্ডকে তছনছ করে আলোচনায় রামোস

Looks like you've blocked notifications!
গনসালো রামোস। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে একটা বাজি খেললেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। বাজিতে তিনি শতভাগ বাজিমাত করেছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে মাত্র চতুর্থ ম্যাচে মাঠে নেমেছেন। নেমেই পাদপ্রদীপের সবটুকু আলো নিজের করে নিলেন তিনি। বলা হচ্ছিল গনসালো রামোসের কথা,  কোচ সান্তোস যাকে নিয়ে বাজিটা খেলেছেন। 

বয়স সবে একুশ। পর্তুগালের বিশ্বকাপ দলেই থাকার কথা ছিল না তার। সুযোগ পেয়েছেন ডিয়েগো জোতার চোটে। অথচ সেই রামোসের পা থেকেই এলো এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। বেনফিকার হয়ে চলতি মৌসুমে ১১ গোল করেছেন রামোস। এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন পর্তুগিজ তারকা। 

মাত্র ১২ বছর বয়সে রামোস পথচলা শুরু করেন বেনফিকার একাডেমি থেকে। পর্তুগাল যুব দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে চমক লাগিয়েছেন রামোস। তাকে ভাবা হয় পর্তুগিজদের আগামীর তারকা। তার প্রমাণ দিলেন বিশ্বকাপে সুইজারল্যান্ডকে তছনছ করে। 

ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে তার জায়গায় কোচ খেলিয়েছেন রামোসকে। প্রথম গোলের পর রোনালদো নিজেও সঙ্গ দিয়েছেন উদযাপনে। আগামীর তারকার উত্থান দেখে সিআরসেভেন নিজেও নিশ্চয়ই গর্বিত হবে।