সোহানের নেতৃত্বে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মূল টুর্নামেন্টে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে দুই প্রীতি ম্যাচের একটি সিরিজ খেলবেন ক্রিকেটাররা। সেই সঙ্গে হবে অনুশীলন ক্যাম্প।

যার জন্য আজ বৃহস্পতিবার দুবাইতে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তাঁর নেতৃত্বেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এই সফরে যাচ্ছেন ১৭জন ক্রিকেটার। বিশ্বকাপ দলের সঙ্গে স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনও আছেন এই সফরে। নেই সাকিব আল হাসান ছাড়া ও শেখ মেহেদী হাসান।

আগামী ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ তারিখ বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।