‘স্কুল পর্যায়ের মতো ক্রিকেট খেলছে পাকিস্তান’

Looks like you've blocked notifications!
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সফরে চরম দুর্দশায় আছে পাকিস্তান। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর ক্রাইস্টচার্চ টেস্টেও ভুগেছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টে আজ বুধবার ইনিংস ও ১৭৬ রানে হেরেছে পাকিস্তান।

পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সাবেক এই পেসারের মতে, স্কুল পর্যায়ের মতো ক্রিকেট খেলছে পাকিস্তান। আর এই পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করেছেন শোয়েব।

নিজের টুইটারে এক ভিডিওতে শোয়েব বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের তৈরি করা নীতিতে নিজেরাই কাটা পড়ছে। গড়পড়তা খেলোয়াড়দের তুলে আনছে তারা। সাধারণ মানের দল বানিয়েই যাচ্ছে। আর গড়পড়তা কাজ চালিয়ে গেলে, গড়পড়তা ফলই আসবে।’

সাবেক এই পেসার আরো বলেন, ‘যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তখনই তাদের ভুগতে দেখা যাবে। তারা স্কুল পর্যায়ের মতো ক্রিকেট খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে ফেলেছে। এখন আবার তারা ম্যানেজমেন্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা কবে বদলাবে?’