স্নায়ুক্ষয়ী ম্যাচে মোহামেডানকে হারাল আবাহনী

Looks like you've blocked notifications!
মোহামেডান ও আবাহনীর ম্যাচ। ছবি : সংগৃহীত

দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাড়াই। ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ম্যাচ বলে কথা। আগের মতো দর্শকদের তেমন আগ্রহ না থাকলেও সংবাদমাধ্যমের কাছে বেশ গুরুত্ব পায় ম্যাচটি। আর এই ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী। 

আজ বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৪-২ গোলে হারায় মোহামেডানকে। প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও আবাহনী জিতেছিল। সেবার তারা ১-০ গোলে জিতেছিল। এদিন আরও বেশি উজ্জ্বল ছিল আবাহনী। 

নতুন কোচের হাত ধরে মোহামেডানের শুরুটা ভালো হলো না। বড় ব্যবধানে হেরেছে তারা।

ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় আবাহনী। কোস্টারিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস কর্নার থেকে সরাসরি শটে মোহামেডান জালে জড়ান বল (১-০)।  দুই মিনিট পর আবাহনীর ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন গোমেজ রদ্রিগেজ (২-০)।

১৮ মিনিটে মোহামেডান একটি গোল করে ব্যবধান কিছুটা কমায়। সোলেমান দিয়াবাত চমৎকার ভলিতে আবাহনী জালে জড়ান (২-১)।

৪৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ইমন মাহমুদ আবাহনীর পক্ষে তৃতীয় গোল করেন (৩-১)।

প্রথমার্ধের ইনজুরি সময়ে মোহামেডানের পক্ষে দ্বিতীয় গোল করেন শাহরিয়ার ইমন। তখন ব্যবধান হয় ৩-২। কিছুক্ষণ পর আবাহনী আরকেটি গোল করে। কলিনদ্রেসের কর্নারে দোরিয়েলতন ব্যাক হেডে ব্যবধান বাড়ান (৪-২)। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। 

দিনের আরেক ম্যাচে উত্তর বারিধারাকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।