সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আম্পায়ার রুডি কোয়ের্তজেন

Looks like you've blocked notifications!
আম্পায়ার রুডি কোয়ের্তজেন আর নেই। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার রুডি কোয়ের্তজেন।  আজ মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার রিভারডেলে এক দুর্ঘটনায় রুডি তাঁর তিন সঙ্গীসহ নিহত হয়েছেন। খবর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, কেপটাউন থেকে গলফ খেলে নিজের বাড়িতে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রুডির গাড়ির। তখন দুর্ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

১৯৮১ সালে আম্পায়ারিংয়ে পা রাখেন রুডি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে দিয়ে প্রথম ম্যাচ পরিচালনা করেন ১৯৯২ সালে ৯ ডিসেম্বর। পোর্ট এলিজাবেথে সেই ম্যাচে লড়েছিল দক্ষিণ আফ্রিকা ও ভারত। ওই সিরিজেই টেস্ট ক্রিকেটেও আম্পায়ার হিসেবে রুডির অভিষেক হয়।

১৯৯৭ সালে আইসিসির পূর্ণকালীন আম্পায়ার হওয়া রুডি মোট ১০৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে, ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ১টি মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন।