হকিতে সিঙ্গাপুরকে হারিয়েছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
হকিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হকি দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। এবার সিঙ্গাপুরকেও হারিয়েছে বাংলাদেশ।

সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে আজ সোমবার সিঙ্গাপুরকে ৭-০ গোল হারিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইমান গোবিনাথানের দল। সোহানুরের সঙ্গে বাকি চার গোল করেন আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন ও পুস্কর ক্ষীসা মিমো। আগামী মঙ্গলবার ইরানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে তারা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে এদিন ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড পেয়ে যায় বাংলাদেশ। মিমোর পুস সারোয়ার হোসেনের স্টপের পর দারুণভাবে জাল খুঁজে নেন আশরাফুল।

এরপর প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন সবুজ। দ্বিতীয় কোয়ার্টারে সবুজের ফিল্ড গোলেই ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টারে গোল পায়নি কেউই।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরো আক্রমণ বাড়ায়। তাতে ফলও পায় লাল-সবুজের দল। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-০ করেন আরশাদ হোসেন। এরপর খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান।

শেষ দিকে আরেকটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর রহমান সবুজ। পরের মিনিটে মিমো আরেকটি গোল করলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।