হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখলেন তুখেল-কন্তে
স্টামফোর্ড ব্রিজে চেলসি বনাম টটেনহ্যামে ম্যাচে মাঠে যতটা না উত্তেজনা ছড়িয়েছে তারচেয়ে বেশি ছড়িয়েছে ডাগআউটে। দুই দলের কোচ টুমাস তুখেল ও অ্যান্তোনিও কন্তে দুজনেই মেজাজ হারিয়েছেন। এমনকি জড়িয়ে গেছেন হাতাহাতিতে। উত্তাপ ছড়িয়ে শেষ পর্যন্ত লাল কার্ড দেখেছেন চেলসি ও টটেনহ্যামের কোচ।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস জাগানো ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। চেলসির হয়ে দুই গোল করেছেন কালিদু কলিবালি ও রিস জেমস। আর টটেনহ্যামকে দুবার সমতায় ফেরানোর গোলগুলো করেছেন পিয়েরে-এমিল হয়বার্গ ও হ্যারি কেইন।
দুই কোচের মধ্যকার প্রথম ঝামেলা শুরু হয় ৬৮তম মিনিটে। যখন পিয়েরে-এমিল হয়বার্গের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। তখন উদযাপন করতে গিয়ে খেপে ওঠেন টটেনহাম কোচ কন্তে। তখন টমাস তুখেলের সঙ্গে প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল তাঁর। এরপর বাকিরা এসে সরিয়ে নেন দুজনকে।
এরপর আবারও দুজন হাতাহাতিতে জড়ান। সেটা হয় শেষ বাঁশি বাজার পর। ম্যাচ যখন শেষ পর্যন্ত ড্র হয় তখন কিছুটা মেজাজ হারান চেলসি কোচ। ওই সময় হাত মেলাতে গিয়ে আবার লেগে যায় কন্তে-টুখেলের। দুজনকে ছাড়াতে এগিয়ে আসতে হয় দুই দলের কোচিং স্টাফ ও রেফারিদের। শেষ পর্যন্ত দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
আসরে নিজেদের প্রথম ম্যাচে এভারটনের মাঠে ১-০ গোলে জিতেছিল চেলসি। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও পয়েন্ট হারাতে হলো তুখেলের দলকে।