হেলসের ফেরার ম্যাচে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

Looks like you've blocked notifications!
ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ। ছবি : সংগৃহীত

ব্যাটিংয়ে দারুণ শুরুর আভাস দিয়েও শেষ পর্যন্ত শক্ত পুঁজি দাঁড় করাতে পারল না পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে কোনো মতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। অ্যালেক্স হেলসের হাফসেঞ্চুরিতে যা টপকে সহজেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

গতকাল মঙ্গলবার করাচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ১৭ বছর পর পাকিস্তান সফরে এসে প্রথম ম্যাচেই জয় তুলে নিল ইংল্যান্ড।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৮ রানের পুঁজি পায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬৮ রান করেন রিজওয়ান। বাকিরা তেমন লড়াই করতে পারেননি।

পাকিস্তানের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় ইংল্যান্ড। তিন বছর পর দলে ফেরা অ্যালেক্স হেলস মাঠে নেমেই করেন হাফসেঞ্চুরি। ৪০ বলে তিনি করেন ৫৩ রান। এ ছাড়া বল হাতে দারুণ করে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রাখেন লুক উড। তিনি বোলিংয়ে ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ফলে ম্যাচের সেরাও হয়েছেন লুক।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৭ (রিজওয়ান ৬৮, বাবর ৩১, হায়দার ১১, মাসুদ ৭, ইফতিখার ২৮, নাওয়াজ ৪, খুশদিল ৫*, নাসিম ০, কাদির ০*; উইলি ৪-০-৪১-০, কারান ৪-০-৩০-১, উড ৪-০-২৪-৩, গ্লিসন ২-০-১৩-০, রশিদ ৪-০-২৭-২, মইন ২-০-২৩-১)।

ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১৬০/৪ (সল্ট ১০, হেলস ৫৩, মালান ২০, ডাকেট ২১, ব্রুকস ৪২*, মইন ৭*; নাসিম ৪-০-৪১-০, নাওয়াজ ৪-০-২০-০, দাহানি ৩.২-০-৩৮-১, রউফ ৪-০-২৩-১, কাদির ৪-০-৩৬-২)।

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।