বিশ্ব অ্যাথলেটিকস

১০০ মিটার হার্ডলসে আমুসানের বিশ্বরেকর্ড

Looks like you've blocked notifications!
টবি আমুসান। ছবি : সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছেন টবি আমুসান। এত কম বয়সেই ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন এই নাইজেরিয়ান অ্যাথলিট।

মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সেমিফাইনালে বিশ্বরেকর্ড গড়ে ফাইনালে ওঠেন আমুসান। সেমিফাইনালে দৌড় শেষ করতে মাত্র ১২.১২ সেকেন্ডে সময় নেন এই নাইজিরিয়ান।

ওই সময়ে তিনি ভাঙেন যুক্তরাস্ট্রের কেন্দ্রা হ্যারিসনের গড়া ১২.২০ সেকেন্ডের রেকর্ড। ২০১৬ সালে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সেরা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি।

ফাইনালে দৌড় শেষ করতে আরও কম সময় নেন আমুসন। ফাইনাল তাঁর সময় লাগে মাত্র ১২.০৬ সেকেন্ড। নাইজেরিয়ার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়লেন আমুসান।

ফাইনাল জয়ের পর আমুসান বলেছেন, ‘সোনার পদক জেতাই ছিল লক্ষ্য। নিজের সামর্থ্যে আস্থা থাকলেও বিশ্ব রেকর্ড গড়ার কথা ভাবিনি। জয়টাই ছিল মূল লক্ষ্য, বিশ্ব রেকর্ডটা বোনাস।’