১২৯ রানে শেষ বাংলাদেশের মেয়েরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার মালয়েশিয়ার বিপক্ষেও বড় সংগ্রহ পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে কোনো মতে মালয়েশিয়াকে ১৩০ রানের টার্গেট দিতে পেরেছে নিগার সুলতানার দল।

আজ বৃহস্পতিবার সিলেটে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান।

এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তাদের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ এই রান তুলেছে।

এদিন ইনিংসের প্রথমেই শামিমা সুলতানা ফিরে যান। সেখান থেকে ফারজানা হকের সঙ্গে মুর্শিদা ৩৪ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। ফারজানার বিদায়ের পর মুর্শিদার সঙ্গে লড়াইয়ে যোগ দেন জ্যোতি। ৮৭ রানের শক্ত জুটিতে স্বস্তি ফেরান তারা দুজন মিলে।

১৯তম ওভারের শেষ দুই বলে জ্যোতি ও মুর্শিদা আউট হন। জ্যোতি ৫৪ রানে আউট হওয়ার পর মুর্শিদা থামেন ৫৬ রানে। ৫৪ বলে তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। অন্যদিকে ৩৪ বলে অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর এক ছক্কায়।