কমনওয়েলথ গেমস

১৩ জনের মধ্যে ১১তম বাংলাদেশি অ্যাথলেট

Looks like you've blocked notifications!
বাংলাদেশের অ্যাথলেট মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। হাইজাম্পে ২.১০ মিটার উচ্চতা পার হন তিনি। এটি তাঁর সেরা টাইমিং হলেও ১৩ জনের মধ্যে ১১তম হন এই বাংলাদেশি অ্যাথলেট।

এই ইভেন্টে ২.২৫ মিটার উচ্চতা অতিক্রম করে স্বর্ণ জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। ব্রেন্ডন স্টার্ক জিতেছেন রূপা। ভারতের তেজস্বীন শঙ্কর ব্রোঞ্জ জিতেন।

টেবিল টেনিসে সাফল্য পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেযান ঘানার ডেরেক আব্রেফার কাছে,  মুহতাসিন হৃদয় ৪-১ সেটে  হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে।

এদিকে মেয়েদের হাইজাম্পে অংশ নেবেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি। ২০০ মিটার স্প্রিন্টের হিটে দৌড়াবেন রাকিবুল হাসান।

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে মুহতাসিন হৃদয়-সাদিয়া রহমান মৌ জুটি খেলবেন মরিশাসের যোগরাজা অখিলেন-জালিম নন্দশ্রী জুটির বিপক্ষে।

পুরুষ ডাবলসে হামজা-সাব্বির জুটি নাইজেরিয়ার আমাদি-ওলাজিলদে। রামহিমলিয়ান বম ও হৃদয় খেলবেন ফিজির ভিকি-চৌহান জুটির বিপক্ষে।