কলকাতায় জ্যামের কবলে ইংল্যান্ডের ক্রিকেটাররা!
বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে রীতিমতো তাচ্ছিল্য করেছিলেন রবীচন্দ্রন অশ্বিন ও হার্শা ভোগলে। এবার নিজ দেশেই জ্যামের কবলে পড়লেন তাঁরা। এনডিটিভিতে প্রকাশিত খবরে জানা যায়, কটক থেকে কলকাতায় ঢোকার পথে ৩০ মিনিট জ্যামে আটকা পড়েছিল ভারত ও ইংল্যান্ড দলের টিম বাস।
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দেশের উচ্চপদস্থ বেশ কয়েকজন রাজনীতিবিদ এখন কলকাতায়। আর তাই শুক্রবার কলকাতাজুড়েই ছিল অসহ্য জ্যাম। এই জ্যামেই প্রায় আধাঘণ্টা আটকে ছিলেন ধোনি-কোহলি ও মরগানরা।
এর আগে গত এশিয়া কাপে ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্যে মেতে ওঠেন অশ্বিন ও হার্শা ভোগলে। শুরুটা হয়েছিল ধারাভাষ্যকার হার্শা ভোগলের একটি টুইট থেকে। বিশ্বের অনেক অনেক জায়গায় ঘোরার পর এবার ঢাকায় বেশ কিছুদিন থাকা যাবে বলে স্বস্তি প্রকাশ করেছিলেন হার্শা। টুইটারে তিনি লিখেছেন, ‘গত ২০ দিন কাটিয়েছি সিডনি, মুম্বাই, বেঙ্গালুরু, যোধপুর, পুনে, রাঁচি, বিশাখাপত্তনম, গোয়া, হায়দরাবাদে। এখন ঢাকায়। এবার এক জায়গায় বেশ কয়েকদিন থাকা যাবে!’
হার্শা ভোগলের এই টুইটের উত্তরে অশ্বিন বলেন, ‘ঢাকার ট্রাফিক জ্যাম এটা নিশ্চিত করবে যে, গত ২০ দিনে আপনি যেসব জায়গায় ছিলেন, তার চেয়ে বেশি সময় থাকবেন একটা সিগন্যালে।’ হার্শা ভোগলে আবার অশ্বিনের এই উত্তরের জবাবে লিখেছেন, ‘হা হা! টিম বাস থেকে বের হয়ে আমাদের মতো যানবাহনে চড়ার সময় আসলে তোমারও একই অবস্থা হবে। তোমার যেন আরো বেশি সময় লাগে!’