ব্ল্যাটারের বিরুদ্ধেও মার্কিন তদন্ত?
পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন সেপ ব্ল্যাটার। দুর্নীতি-অনিয়মের অভিযোগে কলঙ্কিত ফিফা পুনর্গঠিত হওয়া উচিত বলে মন্তব্যও করেছেন তিনি। তবে সভাপতি নির্বাচিত হওয়ার মাত্র চার দিন পর পদত্যাগের ঘোষণা দিলেও সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না। মার্কিন গণমাধ্যমে জোর গুঞ্জন, ব্ল্যাটারের বিরুদ্ধেও তদন্ত করতে পারে যুক্তরাষ্ট্র।
প্রায় ১৫ কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ফিফা ও ক্রীড়া বিপণনের ১৪ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার ফিফা সভাপতি নির্বাচনের দুই দিন আগে সুইজারল্যান্ডের জুরিখ থেকে গ্রেপ্তার করা হয়েছিল সাতজনকে। সেদিন জুরিখেই ফিফার সদর দপ্তরে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জব্দ করেছিল সুইস পুলিশ।
যে দুই দশক সময়ের মধ্যে অনিয়ম-দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ, তার ১৭ বছরই ফিফার সর্বোচ্চ পদে ছিলেন ব্ল্যাটার। সরাসরি তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ অবশ্য এখন পর্যন্ত আসেনি। তবে তাঁকেও তদন্তের সামনে দাঁড়াতে হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।
ব্ল্যাটারের কোনো ‘কুকীর্তি’ সত্যিই থাকলে নিজেকে বাঁচাতে অনেকেই সেসব প্রকাশ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন এক এফবিআই কর্মকর্তা। এবিসি নিউজকে তিনি বলেছেন, ‘এখন সবাই নিজেকে বাঁচাতে চাইবে। কে সবার আগে ব্ল্যাটার সম্পর্কে মুখ খুলবে, তা নিয়ে প্রতিযোগিতাও হতে পারে।’
ব্ল্যাটারের বিরুদ্ধে সত্যিই তদন্ত হবে নাকি তিনি পার পেয়ে যাবেন, তা নিয়ে অবশ্য আপাতত শুধু জল্পনাই চলছে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এফবিআই বা মার্কিন বিচার বিভাগ।