বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ ৮৩৫ কোটি টাকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/04/photo-1433420386.jpg)
২০১৫-১৬ অর্থবছরে যুব ও ক্রীড়া খাতে ৮৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেটে ফুটবলের জন্য আলাদা ১৫ কোটি টাকা থোক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের তুলনায় এবার যুব ও ক্রীড়া খাতে ৬৮ কোটি টাকা বেশি দেওয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়।
দেশের গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলো সংস্কার চলছে এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বাজেটে।
জনপ্রিয় খেলা ফুটবলের উন্নয়নে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতায় ১৫ কোটি টাকার থোক সহযোগিতার প্রস্তাব করা হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
যদিও গত বছর অর্থ মন্ত্রণালয়ের কাছে ৩৯ কোটি টাকা থোক বরাদ্দ চেয়ে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফের দাবির অর্ধেকেরও কম বরাদ্দের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের ৪৪তম প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অনুমোদন হয়।