ভারতে প্রথমবার টেস্ট খেলতে গেল বাংলাদেশ

Looks like you've blocked notifications!

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছিল ২০০০ সালে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলেছিল অভিষেক টেস্টে। সেই ভারতই কি না গত ১৬ বছরে বাংলাদেশকে কোনো টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি তাদের মাটিতে। শেষ পর্যন্ত সে অপেক্ষার অবসান হয়েছে। একমাত্র টেস্ট খেলতে ভারতে গেল মুশফিক-তামিমরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ দল ঢাকা ছেড়ে যায়। বাংলাদেশ দল কলকাতা হয়ে হায়দরাবাদে যাবে।

আজ হায়দরাবাদে বিশ্রামে কাটাবে মুশফিক বাহিনী। আগামীকাল শুক্রবার প্রথম অনুশীলনে নামবে তারা। রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই সফরে চার পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাঁরা হলেন তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি। আছেন দুজন স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এ ছাড়া দলে নয়জন ব্যাটসম্যান রয়েছেন।

ভারত সফরে বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।