বিসিএলে উজ্জ্বল মুস্তাফিজ, স্বরূপে রুবেল

Looks like you've blocked notifications!

দীর্ঘ পরিসরে খেলার জন্য পুরোপুরি ফিট নন, এই কারণে ভারত সফরের দলে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকে। তখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ভাবনা ছিল, কাটার-মাস্টারকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) খেলানোর।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে মুস্তাফিজ মাঠে নামলেও রোববার প্রথম বল করার সুযোগ পেয়েছেন। এদিন নয় ওভার বল করে এই বাঁ-হাতি পেসার বুঝিয়ে দিয়েছেন, পুরো ফিট না হলেও তিনি যথেষ্টই ভালো বল করার ক্ষমতা রাখেন। তরুণ এই পেসার ৩২ রান খরচার নিয়েছেন দুটি উইকেট।

এদিন মুস্তাফিজের চেয়েও উজ্জ্বল ছিলেন জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ড সফরে একটি টেস্ট খেললেও ভারত সফরের দলে নেই তিনি। তাই ঘরের মাঠে অসাধারণ উজ্জ্বলতা ছড়িয়ে সেই উপেক্ষার জবাবটা দিয়েছেন। ১০ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে চার ওভার বল করে মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও রুবেল পেয়েছেন একটি উইকেট।

তাই ম্যাচে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে রুবেল-মুস্তাফিজের দল দক্ষিণাঞ্চল। ম্যাচে তাঁরা এখনো ১৮৫ রানে এগিয়ে রয়েছে।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৪০৩ রান করে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায়।  আবার দ্বিতীয় ব্যাট করতে নেমে ৭৪ রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট।