স্টার্কের বদলে প্যাট কামিন্স
ইনজুরিতে পড়ে ভারত সফর শেষ হয়ে গেছে মিচেল স্টার্কের। বিষয়টা ভারতের জন্য স্বস্তির হলেও অস্ট্রেলিয়ার জন্য রীতিমতো দুঃসংবাদ। কারণ মিচেল স্টার্কের ব্যাটে ভর করেই ১২ বছর পর ভারতের মাটিতে জয় পায় অসিরা। তবে হাঁটুর ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছে স্টার্ককে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।
স্টার্কের মতো কামিন্সও চোটের সমস্যায় ভুগেছেন। তবে বর্তমানে ফিট রয়েছেন এই পেসার। আইপিএলে ডাক পাওয়ার পর এবার ভারত সফরের দলেও জায়গা পেলেন এই পেসার।
চার ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে সমতায় রয়েছে দুই দল। পুনেতে ৩৩৩ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে যায় অসিরা। তবে বেঙ্গালুরুর টেস্টে জিতে সমতা ফেরায় ভারত। এবার রাঁচীতে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে স্মিথ-কোহলির দল। তবে স্টার্ক দেশে ফেরায় এই মুহূর্থে কিছুটা চাপে অস্ট্রেলিয়া।
শোনা যাচ্ছিল জ্যাকশন বার্ডকে ভারতে পাঠাতে পারে অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সেই দলে জায়গা করে দিল কামিন্সকে। এ বছরের বিগ ব্যাশে দারুণ খেলেছেন কামিন্স। এ ছাড়া নর্থ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডেও দারুণ কামব্যাক করেছেন তিন বছর পর।
রাঁচী টেস্টের দলে থাকলে ছয় বছর পর আবার টেস্টে ফিরবেন কামিন্স। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ও একমাত্র ম্যাচটি খেলেন কামিন্স। সই ম্যচে সাত উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার তোপেই দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর ইনজুরিতে পড়েন কামিন্স। এ ছাড়া ২৮ ওয়ানডেতে ৫১ উইকেট নিয়েছেন এই পেসার।