বিদেশের মাটিতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ
২০১৫ সালে ঘরের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে তিনটিই ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে। গত বছর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদও পেয়েছে টাইগাররা।
তবে অনেকেই সে সময় বলেছিলেন, শুধু ঘরের মাটিতে নয়, নিজেদের শক্তিমত্তা প্রমাণ করতে হলে বিদেশেও জয় পেতে হবে বাংলাদেশকে। সেটাও করে দেখাচ্ছেন মুশফিক-মাশরাফিরা। শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ জিতেছে একটি টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে ৯০ রানের দাপুটে জয় দিয়ে। আজ ডাম্বুলাতেই হয়তো বাংলাদেশ মেতে উঠতে পারে সিরিজ জয়ের উল্লাসে। অধিনায়ক মাশরাফিও এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী, ‘আমরা যে নিজেদের সেরা খেলাটাই খেলব, সে ব্যাপারে আমার বিশ্বাস আছে। এটা করতে পারলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আছে আমাদের সামনে।’
এখন পর্যন্ত বিদেশের মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে শুধু জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার সে তালিকায় যুক্ত হয়ে যেতে পারে শ্রীলঙ্কার নামটাও। শ্রীলঙ্কার আগে নিউজিল্যান্ড সফরে গিয়েও হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফি বাহিনীকে। তবে সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে পারছেন বলে মন্তব্য করেছেন মাশরাফি, ‘নিউজিল্যান্ড সফরটা আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগছে।’
অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা আছে ভয়াবহ চাপের মুখে। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া চেষ্টাই করবেন লঙ্কান ক্রিকেটাররা। কারণ, ২০১৫ সালের ডিসেম্বর থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে একটিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। একে একে হেরেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই একই হতাশায় ডুবতে হতে পারে লঙ্কানদের।