ইয়াসিরের ঘূর্ণিতে পাকিস্তানের নাটকীয় জয়

Looks like you've blocked notifications!
দীনেশ চান্দিমালকে ফেরানোর পর জয়ের নায়ক ইয়াসির শাহকে (মাঝে) সতীর্থদের অভিনন্দন। ছবি : এএফপি

চতুর্থ দিনশেষে মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় ড্রয়ের দিকে এগোচ্ছে। কিন্তু গল টেস্টের পঞ্চম ও শেষ দিনে চরম নাটকীয়তা। লেগস্পিনার ইয়াসির শাহর দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে অতিথিরা তাই এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা শ্রীলঙ্কার সর্বনাশ করা ইয়াসিরের শিকার সাতটি। মাত্র ৭৬ রানে ৭ উইকেট নিয়ে তিনিই প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস ২০৬ রানে শেষ করে দিয়েছেন। অষ্টম টেস্ট খেলতে নামা ইয়াসিরের এটাই সেরা বোলিং।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৯ রান ওপেনার দিমুথ করুনারত্নের। লাহিরু থিরিমান্নে ৪৪ ও দীনেশ চান্দিমাল করেছেন ৩৮ রান। তবু পাকিস্তানকে মাত্র ৯০ রানের লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিক দল।

এই লক্ষ্যে পৌঁছাতে মাত্র ১১.২ ওভার লেগেছে পাকিস্তানের। মোহাম্মদ হাফিজের ৩৩ বলে অপরাজিত ৪৬ এবং আহমেদ শেহজাদের ৩৫ বলে ৪৩ রানের দুটো আক্রমণাত্মক ইনিংস সহজ জয় এনে দিয়েছে অতিথিদের।
২৫ জুন থেকে কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।