ভারতীয় সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ধোনি
সিরিজ হেরে এমনিতেই তিনি হতাশ। তার ওপর দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশ নির্বাচন নিয়ে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন তোলায় একেবারে তেলেবেগুনে জ্বলে উঠলেন মহেন্দ্র সিং ধোনি। ঠান্ডা মাথার জন্য ‘ক্যাপ্টেন কুল’ পরিচিতি পাওয়া ধোনি যেন ক্ষোভের আগুন উগড়ে দিলেন।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘কেউ দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে আমি অবাক হয়ে যাই। দল নির্বাচন তো আপনাদের কাজ নয়। আপনাদের এ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।’
ভারতের সফলতম অধিনায়ক এই ব্যর্থতায় স্বাভাবিকভাবেই হতাশ। তবে বাংলাদেশ দলের উন্নতিতে ভীষণ অবাকও, ‘বাংলাদেশের বর্তমান দলের উন্নতি অবাক করার মতো। তারা অনেক উন্নতি করেছে। বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। আশা করি, তারা অনেক দূর যাবে।’
দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ভারত-বধের নায়ক মুস্তাফিজুর রহমানেরও অকুণ্ঠ প্রশংসা করলেন ধোনি, ‘আমি খুব কম বোলারের মধ্যে এত বৈচিত্র্য দেখেছি। সত্যিই মুস্তাফিজ দারুণ বোলার। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আরেকটু পরিণত হলে সে আরো ভালো করবে।’
সংবাদ সম্মেলনে উঠে এসেছে ভারতের হারের প্রসঙ্গও। এই ব্যর্থতার জন্য আগের ম্যাচের মতো ব্যাটসম্যানদের দায়ী করলেন ভারত অধিনায়ক, ‘আমরা বড় জুটি গড়তে পারছি না। এটাই এখন আমাদের ব্যাটিংয়ের প্রধান সমস্যা। তাই বাংলাদেশের সামনে বড় লক্ষ্যও দিতে পারিনি।’