জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না ভারত

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল ধোনি-কোহলিদের। কিন্তু খেলোয়াড়দের ক্লান্তির কারণে ভারতীয় দল নাকি এই সফরে যাচ্ছে না। সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে এই তথ্য। 

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতীয় দলের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। ১০ জুলাই শুরু হওয়ার কথা ছিল এই সিরিজ। সবকিছু যখন অনেকটাই চূড়ান্ত ঠিক তখনই এই সফর বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। 

টানা সফরের ক্লান্তিজনিত কারণেই জিম্বাবুয়ে সফর বাতিলের ঘোষণা দেয় তারা। তা ছাড়া টেন স্পোর্টসের সঙ্গে আইনগত জটিলতাও এই সফর বাতিলের অন্যতম কারণ।

অবশ্য আগের দিন জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, সফরটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই। 

বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ড্রয়ের পর প্রথম দুই ওয়ানডেতে হেরে ভারতীয় দলের অবস্থা এখন বেশ নাজুক। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।