বাংলাদেশের সাফল্যে হিথ স্ট্রিকের উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!
হিথ স্ট্রিক। ছবি : এনটিভি

মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে রীতিমতো নাস্তানাবুদ ভারতীয় ক্রিকেট দল। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের পর সাতক্ষীরার এই তরুণ ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ আরো সমৃদ্ধ হয়েছে। আর পারফরম্যান্সও হয়েছে বেশ নজরকড়া। জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক তাই দলের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ। শুধু তাই নয়, দলের পারফরম্যান্সেও দারুণ খুশি তিনি।

বিশেষ করে তরুণ পেসার মুস্তাফিজকে নিয়ে উচ্চাশা হিথ স্ট্রিকের কণ্ঠে। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মুস্তাফিজ যে অসম্ভব প্রতিভাবান বোলার, ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই তার প্রমাণ দিয়েছে। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আশা করছি, সে অনেকদূর যাবে। তাছাড়া বাংলাদেশ দলে চারজন পেসার অন্তর্ভুক্তিতে বোলিং আক্রমণের ধার অনেকখানি বেড়েছে।’

অবশ্য এসব বোলারকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে বলে মনে করেন জাতীয় দলের পেস বোলিং কোচ, ‘আবুল হাসান, শুভাশীষ রায়, মোহাম্মদ শহীদের পর মুস্তাফিজের মতো বোলার উঠে এসেছে। এসব বোলারকে সঠিকভাবে পরিচর্যা না করা হলে তারা হারিয়ে যাবে।’

শুধু বাংলাদেশের বোলিং আক্রমণই নয়। পুরোদলের পারফরম্যান্সও নজরকড়া- বললেন হিথ স্ট্রিক। ‘বাংলাদেশের বর্তমান দলটির পারফরম্যান্স সত্যিই দারুণ। গত প্রায় একটি বছর দারুণ ক্রিকেট খেলে আসছে তারা। বিশেষ করে বিশ্বকাপ, পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এবার ভারতকে প্রথম দুই ওয়ানডেতে বিধ্বস্ত করে প্রমাণ করেছে, বাংলাদেশ আর আগের দল নেই।’ 

বাংলাদেশের এমন পারফরম্যান্স মোটেও অবাক করার মতো নয় বলে মনে করেন জাতীয় দলের এই পেস বোলিং কোচ, ‘এমন নয় যে বাংলাদেশ হুট করেই ভালো করছে। বর্তমান দলটি ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে আসছে। তাই এমন পারফরম্যান্সে বিস্মিত হওয়ার কিছু নেই।’