‘ধোনি আর ক্যাপ্টেন কুল নন, ওর যোগব্যায়াম দরকার’

Looks like you've blocked notifications!
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

মহেন্দ্র সিংহ ধোনিকে আর ‘ক্যাপ্টেন কুল’ বলা যায় না। ওর এখন যোগব্যায়াম দরকার।” ভারতের প্রাক্তন স্পিনার বিষেণ সিংহ বেদী ভারতের অধিনায়কের করণীয় নিয়ে এভাবেই পরামর্শ দিলেন। 

গতকাল রোববার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা ৭ নম্বর দল বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হেরে একদিনের সিরিজ খোয়ানোর পর ধোনি তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন।তিনি অধিনায়ক না থাকলে ভারতীয় দল যদি জয়ের রাস্তায় ফেরে, তাহলে তিনি নেতৃত্ব ছেড়ে দিতেও তৈরি বলে মন্তব্য করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক বেদীর মন্তব্য, ‘এই প্রথম দেখছি, ও এমন অর্থহীন  কথা বলছে। ওকে বিচলিত এবং বিব্রত দেখাচ্ছে। মনেই হচ্ছে না ও আগের মতো ‘ক্যাপ্টেন কুল’ আছে। এই হারের জন্য আমি কোনো ব্যক্তিকে নয় বরং কাঠগড়ায় তুলব গোটা দলকে।’

বেদী আরো বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশিদের হাল্কা ভাবে নিয়েছিল। আমার মত হলো, আন্তর্জাতিক ক্রিকেটে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। ওদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, ওরা পরিতৃপ্ত। বাংলাদেশিরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়গাতেই অনেক বেশি দায়বদ্ধ মানসিকতা দেখিয়েছে।’

এ ছাড়া দুই দলের প্রথম একদিনের ম্যাচে রান নিতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে ধোনির ধাক্কা  মেরে বসা সমর্থন না করার কথা জানিয়েছেন বেদী। ভারতের হয়ে বহু ক্রিকেট যুদ্ধের অধিনায়ক ধোনির মাঠের মধ্যে এমন লাগামছাড়া আচরণ মেনে না নেওয়ার কথা জানিয়ে বেদী বলেছেন, ‘বোলারের ওপর হামলে পড়া মোটেই ধোনিসুলভ নয়। এটা ধোনির শারীরিক, মানসিক অস্থিরতার লক্ষণ। মনে হয়, ওর যোগব্যায়াম করার খুব দরকার হয়ে পড়েছে।’