‘মুস্তাফিজ নিজেও জানে না সে কী করেছে’

Looks like you've blocked notifications!
মুস্তাফিজের আরেকটি সাফল্যের আনন্দে তাঁর কাঁধেই উঠে পড়লেন নাসির। অধিনায়ক মাশরাফির মনেও বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি : এএফপি

ভারতের বিপক্ষে অসাধারণ সাফল্যে মুস্তাফিজুর রহমান এখন আলোচনার কেন্দ্রে। দেশের নায়কে পরিণত হয়েছেন সাতক্ষীরার এই তরুণ পেসার। নাসির হোসেনও রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, বাংলাদেশ দলের এই অভাবনীয় সাফল্যের পেছনে আশি ভাগ মুস্তাফিজের অবদান।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘বয়স কম হওয়ায় মুস্তাফিজ হয়তো বুঝে উঠতে পারছে না দলের জন্য সে কী করেছে। কত বড় সাফল্য এনে দিয়েছে, তা হয়তো সে নিজেও জানে না। আমি তো মনে করি আমাদের এই সাফল্যের আশি ভাগ অবদানই মুস্তাফিজের।’       

বুধবার তৃতীয় ও শেষ ম্যাচেও মুস্তাফিজকে সাফল্যের আলোয় ভাসতে দেখার অপেক্ষায় নাসির, ‘আশা করি প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও মুস্তাফিজের সাফল্যের  ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সে দারুণ ফর্মে আছে। তাই তার পক্ষে শেষ ম্যাচেও ভালো করা সম্ভব।’

এমন অভাবনীয় সাফল্য পেয়েও মুস্তাফিজ ভীষণ শান্ত, ধীর-স্থির। এ নিয়েও নাসির উচ্ছ্বসিত, ‘গত দুই ম্যাচে বিশাল সাফল্য পাওয়ার পরও মুস্তাফিজের মধ্যে বাড়তি উচ্ছ্বাস নেই। ড্রেসিং রুমে সে আগের মতোই চুপচাপ, শান্ত থাকছে। এটা সত্যিই প্রশংসনীয়।’