‘মুস্তাফিজকে কি অপহরণ করব?’

Looks like you've blocked notifications!
প্র্যাকটিসে ফুটবল খেলছেন মুস্তাফিজ। প্রথম দুই ম্যাচে যাঁর বাঁ-হাতি পেসে ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে গেছে। ছবি : বিসিবি

প্রথম দুই ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। তৃতীয় ম্যাচে এই  বাঁহাতি পেসারকে মোকাবিলার কথা জানতে চাইলে কিছুটা উষ্মা ঝরে পড়ে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কণ্ঠে। সংবাদ সম্মেলনে উল্টো প্রশ্নকর্তাকে তাঁর প্রশ্ন, ‘আমরা কি মুস্তাফিজকে অপহরণ করব নাকি?’

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে প্রশ্ন রাখা হলে অশ্বিন বলেন, ‘মুস্তাফিজ যে অসাধারণ বোলার, গত দুই ম্যাচেই সে তা প্রমাণ করেছে। এটা ঠিক যে তাকে মোকাবিলা করার জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে। তাই বলে তাঁকে কি অপহরণ করব আমরা? তাঁর প্রতি আমাদের আলাদা শ্রদ্ধাবোধ তো আছেই।’

মুস্তাফিজের অফ কাটার খেলা বেশ কঠিন বলেই মনে করছেন অশ্বিন, ‘মুস্তাফিজের বোলিং দারুণ বৈচিত্র্যপূর্ণ। তার অফ কাটার খেলা যে কোনো ব্যাটসম্যানের জন্যই কষ্টকর।'

একসময় ভারতের ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। অভিষেকে পাঁচ উইকেট নিয়ে তাসকিন আহমেদও ধসিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইনআপ। এবার সেই ভূমিকায় মুস্তাফিজ। অচেনা বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের সমস্যা সম্পর্কে জানতে চাইলে অশ্বিন বলেন, ‘বিষয়টা একেবারেই কাকতালীয়। তা ছাড়া এরা প্রত্যেকেই ভালো বোলার। একজন ভালো বোলারকে শুরুতে খেলতে কষ্ট তো হবেই।’