বাংলাওয়াশের মানে বোঝেন না অশ্বিন!

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি : এএফপি

ভারতীয় দলের সদস্য হিসেবে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানোর অভিজ্ঞতা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। যদিও প্রথম দুই ওয়ানডেতে হেরে এ মুহূর্তে তাঁর দলই হোয়াইটওয়াশের লজ্জার সামনে।

বাংলাদেশে যার সমার্থক শব্দ বাংলাওয়াশ। ভারতের দীর্ঘদেহী অফস্পিনার অবশ্য শব্দটার মানেই বোঝেন না! সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিকের মুখে বাংলাওয়াশ শুনে অশ্বিন রীতিমতো অবাক। 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাওয়াশ এড়ানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বেশ অবাক হয়ে যান অশ্বিন। পরে শব্দটার মানে বুঝিয়ে দিলে স্মিত হাসি ফুটে ওঠে তাঁর মুখে, ‘আমরা অবশ্যই বাংলাওয়াশ এড়ানোর চেষ্টা করব। অন্তত শেষ ম্যাচটা জিতে সিরিজ শেষ করতে চাই।’

জয়ের কথা বললেও কাজটা যে কতটা কঠিন তা স্বীকার করতে দ্বিধা নেই অশ্বিনের। বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ দল দারুণ ছন্দে আছে। তাদের হারানো খুব কঠিন। তারা এখন খুবই ভালো খেলছে। ব্যাটিং-বোলিং মিলিয়ে বাংলাদেশ ব্যালান্সড দল। ভবিষ্যতে তারা আরো এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’