‘আমাদের অনেক অর্জন, অনেক প্রাপ্তি’

Looks like you've blocked notifications!
ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে গর্বিত বাংলাদেশ দল। ছবি : বিসিবি

শেষ ম্যাচে হেরে গেলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতেই খুশি মাশরাফি বিন মুর্তজা। শেষ ম্যাচে হেরে ভারতকে হোয়াইটওয়াশ করতে না পারলেও এই সিরিজ থেকে অনেক অর্জন হয়েছে বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, তাতে সিরিজ জয়ের যোগ্য দাবিদার ছিলাম আমরাই। শেষ ম্যাচে হারলেও এই সিরিজ থেকে আমাদের অনেক অর্জন, অনেক প্রাপ্তি। বলা যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রাপ্তির পাল্লা একটু বেশিই ভারী।’

এভাবে খেলতে থাকলে বাংলাদেশকে সবাই সমীহ করবে বলেই মনে করেন মাশরাফি, ‘বর্তমান পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সবাই আমাদের সমীহ করবে। শেষ ম্যাচটা হয়তো ভালো খেলতে পারিনি। তবে দল হিসেবে এই সিরিজে আমরা খুবই ভালো খেলেছি।’

মাশরাফির মতে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন, ‘আগেও আমাদের অনেক অর্জন ছিল। কোনো সাফল্যকেই খাটো করে দেখা যাবে না। তবে এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন।’

অবশ্য শেষ ম্যাচে বেশ কিছু ভুলের জন্য খানিকটা হতাশ দেশের অন্যতম সেরা পেসার, ‘শেষ ম্যাচে কয়েকটি ভুলের কারণে আমরা হেরেছি। ব্যাটিংয়ে মিসটেক একটু বেশিই ছিল। বেশির ভাগ ব্যাটসম্যান ৩০/৪০-এর ঘরে আউট হয়েছে। কেউ ৮০ বা ৬০ রান করতে পারলে আমরা লড়াই করতে পারতাম। তবে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

হারের আরেকটা কারণও খুঁজে পাচ্ছেন অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশ দলকে বদলে দেওয়া মাশরাফি, ‘প্রথম দুই ম্যাচ জয়ের পর বাংলাওয়াশের একটা চাপ তৈরি হয়েছিল। ছেলেরা মনে-প্রাণে ভারতকে বাংলাওয়াশ করতে চাইছিল, যা কিছুটা হলেও চাপ তৈরি করেছিল। এই চাপই হয়তো আমাদের হারের অন্যতম কারণ।’