হেরে গেলেও বাংলাদেশের রেটিং অপরিবর্তিত

Looks like you've blocked notifications!
ভারতের বিপক্ষে বাংলাদেশের আরেকটি আনন্দঘন মুহূর্ত। সিরিজ জিতে মাশরাফির দল এখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে। ছবি : এএফপি

সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে উঠে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আরেকটি হোয়াইটওয়াশের স্বপ্নপূরণ হয়নি, তবে রেটিংও হারাতে হয়নি। আগের ৯৩ রেটিং ধরে রেখেছে মাশরাফির দল।

বাংলাদেশের চেয়ে পাঁচ রেটিং এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ড। আর অষ্টম ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে পাঁচ রেটিংয়ে।

২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক দলসহ র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে সুযোগটা পাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেরা আটটি দলই। এ সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে নেই বলে বাংলাদেশের ক্যারিবীয়দের পেছনে পড়ার কোনো সম্ভাবনা নেই। ৮৭ রেটিং নিয়ে নবম স্থানে থাকা পাকিস্তান অবশ্য আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জায় পড়লেও র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত। তবে রেটিং ১১৭ থেকে ১১৫-তে নেমে এসেছে ধোনির দলের। তাই দ্বিতীয় থেকে নবম দলের মধ্যে এখন মাত্র ২৮ রেটিংয়ের ব্যবধান। ১২৯ রেটিং নিয়ে শীর্ষে অনেকখানি নিশ্চিন্ত বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।