মুস্তাফিজ আইপিএল খেলবে নিজ যোগ্যতায় : মাশরাফি

Looks like you've blocked notifications!
প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর মুস্তাফিজের কপালে মাশরাফির স্নেহচুম্বন। ছবি : এএফপি

মুস্তাফিজুর রহমানের সাফল্যে পুরো দেশ এখন আনন্দে মাতোয়ারা। প্রথম দুই ম্যাচে ভারতকে গুঁড়িয়ে দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া সাতক্ষীরার তরুণ পেসারকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমও আলোড়িত। ওয়ানডে সিরিজ চলার সময় ভারতের একটি পত্রিকা জানিয়েছিল, আইপিএলে খেলানোর জন্য মাশরাফি বিন মুর্তজা নাকি মহেন্দ্র সিং ধোনির রুমে নিয়ে গেছেন মুস্তাফিজকে! তবে এই ‘তথ্য’ উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, খবরটা একেবারেই ‘ভিত্তিহীন’। 

বুধবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আইপিএলে খেলানোর জন্য মুস্তাফিজকে ধোনির রুমে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। মুস্তাফিজের যোগ্যতা থাকলে এমনিতেই আইপিএলে খেলবে। এর জন্য কারো সুপারিশের প্রয়োজন হবে না। খবরটা একেবারেই গুজব।’

সিরিজ চলার সময় এমন কোনো সুযোগ বা সময়ও ছিল না বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘সিরিজ চলার সময় এত ব্যস্ত ছিলাম যে বাসায় গিয়ে ছেলেমেয়েকেও দেখার সুযোগ পাইনি। তাহলে অন্যের রুমে কীভাবে যাব? এটা নিছক বানোয়াট।’ 

মাশরাফি নাকি ধোনির কাছে মুস্তাফিজের জন্য একটা ব্যাটও চেয়েছিলেন বলে গুঞ্জন। এ প্রসঙ্গে দেশের অন্যতম সেরা পেসারের বক্তব্য, ‘কারো রুমে যেহেতু যাইনি, তাই ব্যাট চাওয়ার প্রশ্নই আসে না।’